বিধিমালা ও শর্তাবলী

সূচনা
Shadhinbd.com অথবা স্বাধীন মোবাইল অ্যাপ্লিকেশান (“স্বাধীন “অথবা “সাইট” অথবা “App” অথবা “Platform” অথবা “We” অথবা “Our”) হচ্ছে স্বাধীন ফিনটেক সলিউশন্স লিমিটেড এর দ্বারা ব্যবহৃত এবং পরিচালিত একটি ব্যবসা যার মাদ্ধমে ফান্ডিং পেতে আগ্রহী ও বিনিয়োগকারীদের একই প্ল্যাটফর্মে যোগাযোগ সৃষ্টি করা হয়, যাকে সংক্ষেপে পিয়ার টু পিয়ার অর্থায়ন বলা হয়ে থাকে । স্বাধীন এমন একটি মাধ্যম তৈরির প্রয়াস যার দ্বারা ইউজারগণ সততা এবং নিষ্ঠার সাথে একে অপরের সাথে পুঁজি ও তথ্য আদান প্রদান করবে এবং ব্যক্তিগত এবং সামাজিক উন্নতি এবং বৃদ্ধির লক্ষে কাজ করবে । একে অন্যের সাহায্যের জন্য যাতে এগিয়ে আসতে পারে এটিই হচ্ছে স্বাধীনের প্রচেষ্টা । এই অ্যাপ এর মাধ্যমে একজন ওয়েবসাইট পরিদর্শক খুজে নিতে পারেন সে সকল ব্যক্তিদের যারা বিনিয়োগ করতে ইচ্ছুক, যারা বিনিয়োগকারী চাচ্ছেন, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের তথ্য যেমন ভেরিফিকেশন এজেন্সি ,কালেকশন এজেন্ট এবং সে সকল ব্যক্তির তথ্য যারা বিনিয়োগকারী এবং বিনিয়োগ গ্রহণকারী দের নানান রকমের সেবা প্রদান করে থাকেন।
বিশেষ দ্রষ্টব্য এই যে স্বাধীন কোন প্রকার আর্থিক প্রতিষ্ঠান নয় এবং এটি কোন প্রকার সম্মিলিত বিনিয়োগ প্রকল্প অথবা চিট ফান্ড নয় অথবা অন্য কোন প্রকার আর্থিক পরিকল্পনা নয়। স্বাধীন শুধুমাত্র দুটি সত্তার মধ্যে পিয়ার টু পিয়ার অর্থায়নের মাধ্যম।
আমাদের ওয়েবসাইট এ প্রবেশ,ব্রাউজিং,নিবন্ধন করা এবং/অথবা স্বাধীন দ্বারা প্রদত্ত কোন প্রকার সেবা ব্যবহার করাকে, স্বাধীন দ্বারা প্রেরিত বাধ্যতামূলক নীতিমালা ও শর্তাবলীকে(বিধিমালা ও শর্তাবলী) আপনার স্পষ্ট এবং অপ্রত্যাহারযোগ্য স্বীকৃতি প্রদান হিসেবে মেনে নেওয়া হবে । এই প্ল্যাটফর্ম ব্যবহার এর মাধ্যমে, আপনি উল্লেখিত শর্তাবলী সাবধানতার সাথে পড়ে,বুঝে এর সাথে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য করা হবে । এই নীতিমালা পরিবর্তনের অধিকার স্বাধীন এর জন্য সংরক্ষিত থাকবে এবং বিবেচনার ভিত্তিতে যে কারো প্ল্যাটফর্ম এ প্রবেশাধিকার এর ব্যাপারে স্বাধীন এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
আপনি যদি এ সকল নীতিমালার সাথে একমত না হন,তবে আপনি প্ল্যাটফর্ম ব্যবহার অথবা স্বাধীনের কোন প্রকার সেবা গ্রহণ করায় বাধাপ্রাপ্ত হতে পারেন। এসকল শর্তাবলী বর্তমানে প্রযোজ্য আইনের আওতায় ইলেক্ট্রনিক রেকর্ড এর বিধান হিসেবে সংরক্ষিত থাকবে (বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এবং ডিজিটাল সুরক্ষা আইন, ২০১৮ এর আওতায় সময়ে সময়ে পরিবর্তিত অথবা সংশোধিত) । এই ইলেকট্রিক রেকর্ড কম্পিউটার সিস্টেম দ্বারা সৃষ্ট এবং এর ব্যবহারে কোন প্রকার লিখিত কিংবা ডিজিটাল স্বাক্ষর এর প্রয়োজন হবে না ।
সেকশন ১ – ব্যবহারকারীর অ্যাকাউন্ট
প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য নিবন্ধন (“Account”) এর প্রয়োজন হতে পারে যা আপনি ব্যবহারের পূর্বে আপনার ব্যক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে অথবা যে কোন প্রকার অনুমদিত সামাজিক মাধ্যম ব্যবহার করে করতে পারবেন । আপনার অ্যাকাউন্ট এর নিরাপত্তা ও অন্য কোন অননুমোদিত ব্যক্তি যাতে ব্যবহার করতে না পারে তা আপনার দায়িত্ত । আপনাকে যথাযত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য আপনাকে অনুরোধ করা হল । আপনার যদি কখনো মনে হয় আপনার পাসওয়ার্ড এর তথ্য অসুরক্ষিত অথবা অ্যাকাউন্ট অন্য কেউ অবৈধ ভাবে ব্যবহার করছে তবে দ্রুততার সাথে আমাদের কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে । দয়া করি নিশ্চিত হবেন যে ফরমে প্রদান করা সকল তথ্য সঠিক এবং নিবন্ধনের সময় প্রদত্ত তথ্যে কোন প্রকার পরিবর্তন আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হল । প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সংরক্ষণ, অ্যাকাউণ্ট বাতিল অথবা তথ্য পরিবর্তনের অধিকার স্বাধীন এর জন্য সংরক্ষিত থাকবে ।

সেকশন ২ – ন্যূনতম যোগ্যতা

ব্যবহারকারী বাংলাদেশি আইনের আওতায় চুক্তিবদ্ধ হবার জন্য সক্ষম এবং প্রাপ্তবয়স্ক হতে হবে । সেবা গ্রহণ এর ক্ষেত্রে আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তবে আপনাকে আপনার আইনগত অভিভাবক এর মাধ্যমে চুক্তিবদ্ধ হতে অনুরোধ করা হচ্ছে ।
আপনি যদি কোন প্রকার সত্ত্বা যেমন কর্পোরেশন ,সংস্থা, কোম্পানি, প্রতিষ্ঠান, সমিতি কিংবা অন্য কোন সত্ত্বার হয়ে প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন তবে আপনাকে সেই সত্তার দ্বারা প্ল্যাটফর্মটি ব্যবহার এর জন্য অনুমদিত হতে হবে ।
কোন প্রকার বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা ছাড়া স্বাধীন নতুন বাবহারকারির প্রবেশাধিকার সংরক্ষণ এবং বর্তমানে ব্যাবহারকারির প্রবেশাধিকার অবশান করার অধিকার রাখে ।
সেকশন ৩ – পণ্য ও সেবাসমূহ
এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে স্বাধীন বিনিয়োগকারীদের, ফান্ডিং পেতে আগ্রহীদের (ইনভেসটি), ইনভেসটিদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সন্ধান, এবং অংশিদারদের সন্ধান যারা বিনিয়োগ এবং ক্রেডিট রিপোর্ট এর ব্যাপারকে সহজ করে তুলবে ।‘
যেহেতু সকল তথ্য বিনিয়োগকারীদের, ফান্ডিং পেতে আগ্রহীদের (ইনভেসটিদের) দ্বারা প্রদত্ত তাই স্বাধীন এই সকল তথ্যের নিশ্চয়তা কিংবা সত্যতার দায়ভার গ্রহন করে না।
প্ল্যাটফর্ম ব্যবহার অথবা এর মাধ্যমে বিনিয়োগ করে, আপনি সম্মতি প্রদান করছেন যে স্বাধীন শুধুমাত্র বিনিয়োগকারী এবং বিনিয়োগ গ্রহণকারীর মাঝে মাধ্যম হিসেবে কাজ করছে । স্বাধীন ফান্ডিং এর মাধ্যমে ব্যবসা করতে ইছহুক এমন ব্যক্তিদের অর্থ সংগ্রহ করে থাকে । স্বাধীন বিনিয়োগগ্রহণকারী দের তথ্য যাচাই এর মাধ্যমে বিনিয়োগকারী দের সাহায্য করার সর্বাত্মক প্রচেষ্টা করে থাকে কিন্তু স্বাধীন কোন প্রকার অঙ্গিকার কিংবা নিশ্চয়তা প্রদান করে না। বিনিয়োগকারী অথবা বিনিয়োগ গ্রহণকারীর কোন প্রকার ভুল এর দায়ভার স্বাধীন এর নয় ।
সকল প্রকার পণ্য এবং সেবা এর দাম, প্রদানকারী ব্যাবসাই দ্বারা প্রদত্ত এবং তারা এটি পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়া পরিবর্তনের অধিকার রাখে । সেবা এবং পণ্য এর দাম এর সঠিকটা রক্ষার সর্বাত্মক চেষ্টা স্বাধীন করে থাকে কিন্তু এক্ষেত্রে দাম এর সঠিকতার কোন অঙ্গিকার স্বাধীন করে না । কোন সেবার মূল্যে ভিন্নতা থাকলে, ব্যবসায়ী আপনাকে কেনার/গ্রহনের আগে আপনাকে জানাবে এবং আপনার সেবা গ্রহণ অথবা বাতিল করার অধিকার সংরক্ষিত থাকবে ।
এই প্ল্যাটফর্ম এ যেকোনো প্রকার লেনদেন স্বাধীনের পেইমেণ্ট বিধিমালার আওতাভুক্ত হবে যার ফলে স্বাধীন এবং ব্যবহারকারি এই শর্তগুলি দ্বারা অবিচ্ছেদ্যভাবে চুক্তিবদ্ধ থাকবে ।
সেকশন ৪ – প্ল্যাটফর্ম এ প্রবেশাধিকার ও লাইসেন্স
স্বাধীন আপনাকে সীমিতভাবে সাইটে প্রবেশ ও ব্যবহার করার বৈধ লাইসেন্স প্রদান করে থাকে। কোন বিক্রেতা কিংবা তৃতীয় পক্ষের লাভ এর জন্য একাউণ্ট এর তথ্য ডাউনলোড অথবা নকল ;ক্যাশিং,অননুমোদিত হাইপারলিংক অথবা অবৈধ কন্টেন্ট আপলোড, ডাউনলোড, বিতরন, ( অন্য কোন পক্ষের); কোন প্রকার ভাইরাস অথবা কম্পিউটার কোড আপলোড অথবা ডাউনলোড যা হার্ডওয়ার অথবা সফটওয়্যার এর ক্ষতি করতে সক্ষম ; কোন ধরনের অজুক্তিক আচরণ যা স্বাধীন এর কাঠামোর ধারন খমতার বাহিরে (স্বাধীনের দৃষ্টি তে); ডাটা মাইনিং টুল, রোবট ব্যবহার এই লাইসেন্স এর আওতাভুক্ত নয় । আপনি স্বাধীন দ্বারা প্রবেশাধিকার বাইপাস করে সাইট এ প্রবেশ এর অধিকার রাখেন না । আপনার দ্বারা কোন প্রকার অননুমদিত ব্যাবহার স্বাধীন দ্বারা প্রদত্ত লাইসেন্স বাতিল করবে ।
এই সাইট ব্যাবহারের মাধ্যমে আপনি রাজি হচ্ছেন স্বাধীন এর লিখিত অনুমদন ব্যাতিত কোন প্রকার হ্যাক অথবা তৃতীয় পক্ষের সাহায্য না নেওয়ার । এধরনের ক্ষেত্রে আপনাকে ফৌজদারি অপরাধে অপরাধি বলে গণ্য করা হবে এবং আপনার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে । দেশের বাহিরে থাকা কোন ব্যাক্তি যদি এই প্ল্যাটফর্ম অপব্যাবহার করে থাকেন তবে তার বিরুদ্ধে ইণ্টেলেক্তুয়াল আইনের আওতায় ব্যাবস্থা গ্রহণ করা হবে । এরকম ঘটনার ক্ষেত্রে প্রতিরধক ব্যাবস্থা স্বাধীনের সাথে আইনের মাধ্যমে করা হবে ।

সেকশন ৫ – অবৈধ ব্যাবহারসমূহ
উপরের শর্তাবলী তে উল্লেক্ষিত নিষেধাজ্ঞার সাথে যে ধরনের অন্যান্য নিষেধাজ্ঞা প্রদান করা হচ্ছে তা হল:
(ক) কোন অবৈধ উদ্দেশ্যে;
(খ) অন্যকে অবৈধ কাজে উস্কানি দেওয়া ;
(গ) কোন প্রকার আন্তর্জাতিক, ফেডারেল, প্রাদেশিক বা জাতীয় আইন, বা স্থানীয় আইন লঙ্ঘন করা;
(ঘ) আমাদের অথবা অন্যের বৌদ্ধিক ( ইনটেলেকচুয়াল প্রপার্টি) সম্পত্তি অধিকার লঙ্ঘন করা;
(ঙ) লিঙ্গ, যৌনতা, ধর্ম, জাতি, বর্ণ, বয়স, জাতীয়তা বা অক্ষমতার উপর ভিত্তি করে হয়রানি, অপব্যবহার, অপমান, ক্ষতি, কুখ্যাতি, অপবাদ, অসম্মান, ভয় দেখানো বা বৈষম্যমূলক আচরণ করা;
(চ) ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা;
(ছ) স্বাধীন প্রদত্ত সেবা কে প্রবাভিত অথবা ওয়েবসাইট এর জন্য ক্ষতিকর কোন প্রকার ভাইরাস আপলোড করা;
(জ) অন্যর ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করা;
(ঝ) স্প্যাম, ফিশ, প্রিটেক্সট, স্পাইডার ক্রল অথবা স্ক্রাপ করা ।
(ঞ) কোন প্রকার অনৈতিক অথবা অশ্লিল উদ্দেশ্যে ব্যাবহার করা; অথবা
(ট) ওয়েব সুরক্ষাপ্রনালি তে বাধা প্রদান অথবা বিঘ্নতা ঘটানো ।
প্ল্যাটফর্মে দেওয়া সকল তথ্য এবং আপনার পোস্ট এর ফলে যে কোন পরিনতি এর জন্য আপনি দায়বদ্ধ থাকবেন । যেকোনো প্রকার অনুপযোগী অথবা উল্লেখিত বিধিমালা ভঙ্গন করে এমন কন্টেন্ট অপসারণ এর ক্ষমতা স্বাধীন এর জন্য সংরক্ষিত থাকবে । এছাড়াও যে কারো নিবন্ধন গ্রহণ না করা, সাময়িক ও স্থায়ী ভাবে বাতিল করার ক্ষমতা স্বাধীন এর জন্য সংরক্ষিত থাকবে ।
আমরা যদি মনে করি আপনি পূর্বে উল্লেখিত শর্তাদি লঙ্ঘন করেছেন /বা প্ল্যাটফর্ম, অ্যাপ এর মাধ্যমে সন্দেহভাজন আচরণ দেখতে পাই, আমরা নিজস্ব উদ্যোগে অন্যান্য স্বাধীন এর অ্যাপ ব্যবহারকারিদের আপনার ব্যাপারে সতর্ক করে দিবো । উল্লেখিত এই সকল শর্তাবলী ভঙ্গের কারনে আপনাকে নিষিদ্ধ করার অধিকার স্বাধীন সংরক্ষণ করে ।
সেকশন ৬ – পরিবর্ধন
উল্লেখিত বিধিমালার যেকোনো প্রকার পরিবর্তনের অধিকার স্বাধীন রাখে । প্ল্যাটফর্ম এ পোস্ট করার সাথে সাথে পরিবর্তন কার্যকর হবে । প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে কোন প্রকার পরিবর্তনের খোজ রাখা আপনার নিজ দায়িত্ব । বিধিমালার সবথেকে নতুন সংস্করণ আপনি এখানে দেখতে পাবেন ।আপনার এরপরেও সেবা গ্রহণ করাকে এই সেকশন এর প্রতি সম্মতি প্রদান হিসেবে গণ্য করা হবে ।
সেকশন ৭ – যোগাযোগের তথ্য
শর্তাবলী সম্পর্কিত আরও তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের কাস্টমার কেয়ার এ{ফোন নং} অথবা আমাদেরকে ই-মেইল করতে পারেন {ই মেইল}।
সেকশন ৮ – নিজস্ব
কোন কন্টেন্ট দ্বারা কোন প্রকার আইন ভঙ্গের ক্ষেত্রে সরকার অথবা কর্তৃপক্ষের সাথে অনুসন্ধানের অধিকার স্বাধীন রাখে ।
ওঝচ ব্যাবহারের মাধ্যমে বিজ্ঞাপনদাতা , ব্যাবহারকারি অথবা বিনিয়োগকারীর পরিছয় অনুসন্ধান করা হতে পারে । বিঁধিমালা ও শর্তাবলীর প্রতি আপনার সম্মতি নিশ্ছিত করার জন্য ওচ এড্রেস ও নিবন্ধন করা হয়ে থাকতে পারে ।
সেকশন ৯ – গোপনীয়তা
স্বাধীন এর ব্যাবহারকারিদের তথ্য সংগ্রহ করে ।এটি একটি শর্ত যার প্রতি স্বাধীন এর প্রতিতি ব্যাবহারকারি সম্মতি গ্যাপন করে । স্বাধীন এর সাহায্যকারী সংস্থা দের কাছে প্লাটফর্ম পরিচালনা, সহায়তা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্লাটফ্রমের উন্নয়নের জন্য যেমন
গবেষণা, বিপণন, পণ্য সম্পর্কিত কারনে তথ্য প্রকাশের অধিকার ও সংরক্ষন করে ।
সেকশন ১০ – কুকিয
এই প্ল্যাটফর্ম কুকিয ব্যাবহার করে থাকে, যার মানে হচ্ছে প্ল্যাটফর্ম টি সঠিক ও সুন্দর ভাবে ছলার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার এ কুকিস চালানো থাকতে হবে । কুকি হচ্ছে ছোট আকারের ডাটা ফাইল যা কোন প্ল্যাটফর্ম এ পরিদর্শনের সময় হার্ড ড্রাইভে লিখিত হয়ে থাকে । কুকি ফাইলে এলোমেলো নাম্বার থাকে যা ভিসিটর এর পরিদর্শীত পেজ এর খোজ রাখার জন্য ব্যাবহারিত হয় । কুকি হার্ড ড্রাইভ অথবা অন্য ওয়েবসাইট এর কুকি থেকে তথ্য পড়তে পারে না , এবং ব্যাবহারকারি শনাক্ত করতেও সাহায্য করে না ।
সেকশন ১১ – সাইট/ প্ল্যাটফর্ম এর সহজলভ্যতা
স্বাধীন সাইট এর কোন প্রকার সহজলভ্যতা এর নিশ্চয়তা প্রদান করে না এবং প্লাটফর্মটি যেভাবে যখনি থাকবে সেভাবেই পাওওা যাবে ।
সেকশন ১২-তৃতীয় পক্ষের ওয়েবসাইট / আবেদনগুলির লিঙ্কসমূহ
স্বাধীনে অন্যান্য ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনস এর লিঙ্ক উল্লেখিত থাকতে পারে (‘থার্ড পার্টি ওয়েবসাইটস’)। তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলি থেকে এসে থাকা বা প্রদর্শিত সামগ্রীর জন্য স্বাধীন দায়বদ্ধ থাকবে না । তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলি তদন্ত বা তদারকি করা হয় না । ব্যাবহারকারি স্বাধীন এর প্ল্যাটফর্ম থেকে অন্য কোন তৃতীয় পক্ষের সাইটে নিজ ঝুকিতে প্রবেশ করবে ।
সেকশন ১৩- অস্বীকারনামা
প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য আমরা কোনও প্রকার দায়বদ্ধতা গ্রহণ করি না
(ক)প্রযুক্তিগত ত্রুটি এবং টাইপোগ্রাফিক ত্রুটি (খ) প্লাটফর্মের লিঙ্কগুলির মাধ্যমে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যে কোনও তৃতীয় পক্ষের ওয়েব সাইট থেকে প্রবেশ করা , (গ) সাইটের অপ্রাপ্যতা, (ঘ) আপনার প্ল্যাটফর্মের ব্যবহার বা সামগ্রী বা (ঙ) প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত কোনও সরঞ্জাম (বা সফ্টওয়্যার) এর ব্যবহার থেকে হওয়া কোন কারণে যে কোনও প্রকার আঘাত, দাবি, দায়বদ্ধতা বা কোনওরকম ক্ষতির জন্য স্বাধীন দায়বদ্ধটা অস্বীকার করে ।
সেকশন ১৪-ক্ষতিপূরণ
যুক্তিযুক্ত অ্যাটর্নিদের ফি এবং এই শর্তগুলির লঙ্ঘনের কারণে উদ্ভূত বা সম্পর্কিত এবং কোনও দাবি বা দাবী থেকে স্বাধীনকে (এবং এর অফিসার, ডিরেক্টর, এজেন্ট, সহায়ক, যৌথ উদ্যোগ, এবং কর্মচারীদের) দায়ী করে ক্ষতিপূরণ না দাবি করার ব্যাপারে সম্মতি প্রদান করেছেন । এছাড়া আপনার কোনও আইন লঙ্ঘন বা তৃতীয় পক্ষের অধিকার ভঙ্গ সহ কোনও ওয়্যারেন্টি, উপস্থাপনা বা উদ্যোগের লঙ্ঘন বা এই শর্তাদি এবং শর্তাদির অধীনে আপনার কোনও বাধ্যবাধকতা পূরণ না করার ফলে উদ্ভূত সমস্যা এর জন্য স্বাধীন দায়ী থাকবে না । কোনও প্রযোজ্য আইন, বিধিবিধি লঙ্ঘন সহ বৌদ্ধিক সম্পত্তির অধিকার, আইনী পাওনা ও কর প্রদান, মানবাধিকার দাবি, মানহানি, গোপনীয়তা বা প্রচারের অধিকার লঙ্ঘন, অন্যান্য গ্রাহকদের দ্বারা সেবা হ্রাস এবং বৌদ্ধিক সম্পত্তি বা অধিকার লঙ্ঘন হলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন । এই ধারাটি বিঁধিমালা মেয়াদোত্তীর্ণ হওয়া বা শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে ।

সেকশন ১৫-সীমিত দায়বদ্ধতা
স্বাধীন, এর সহযোগী এবং প্রযুক্তি অংশীদারগণ কোনও বিষয়বস্তু, তথ্য, সফটওয়্যার, পাঠ্য, গ্রাফিক্স, লিঙ্ক ব্যবহারের মাধ্যমে যোগাযোগের যথার্থতা, নির্ভরযোগ্যতা, সম্পূর্ণতা, বর্তমানতা এবং সময়সূচী সম্পর্কে অথবা সাইট বা সাইটের অপারেশন ত্রুটিমুক্ত এবং / অথবা নিরবচ্ছিন্ন হবে এমন কোনও বিবৃতি বা ওয়্যারেন্টি দেয় না । ফলস্বরূপ, স্বাধীন বিলম্বিত হওয়া, ব্যর্থ হওয়া, বাধা পাওয়া, বা সাইট ব্যবহারের সাথে সংযুক্ত যে কোনও ডেটা বা অন্যান্য তথ্যের দুর্নীতির কারণে আপনার আর্থিক বা অন্য ক্ষতির জন্য কোনও দায়বদ্ধতা নেয় না । আপনি স্পষ্টভাবে বুঝে সম্মতি দিচ্ছেন যে স্বাধীন এর পণ্য সামগ্রী বা সেবা ব্যাবহার এর ফলস্বরূপ এর সহায়ক সংস্থা, অনুমোদিত, কর্মকর্তা, কর্মচারী, এজেন্টস, অংশীদার এবং লাইসেন্সদাতা কোনও প্রত্যক্ষ, অপ্রত্যক্ষ, অনুকরণীয় ক্ষতি এবং মুনাফা, ডেটা বা অন্যান্য অপূরণীয় ক্ষতির জন্য (এমনকি স্বাধীনকে এ জাতীয় ক্ষতির সম্ভাবনা সম্পর্কে পরামর্শ দেওয়া হলেও)জন্য আপনার কাছে দায়বদ্ধ থাকবে না ।
দায় বিভাগের এই সীমাবদ্ধতা এই চুক্তিতে থাকা যে কোনও বিবাদমান বা বেমানান বিধানের উপর প্রাধান্য পাবে । ভাইরাস অথবা এরকম ক্ষতিকর ব্যাপারের বিরুদ্ধে কি ব্যাবহার করবেন তা আপনার উপর নিরভর করবে ।
স্বাধীনের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণের ফলে ,ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে তার যে অধিকার ছিল তা তাৎক্ষনিক ভাবে মওকুফ হইয়ে যায় । ব্যবহারকারী স্বীকারও করে নিচ্ছেন যে কোনও বিনিয়োগকারী বা কোনও বিনিয়োগকারীর বিশ্বাসযোগ্যতা ওয়েবসাইটটিতে স্বাধীনকে সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে করা । স্বাধীনের কাছে সঠিক তথ্য প্রকাশ না করা এবং স্বাধীনের রায় ন্যায়সঙ্গত না হয় অথবা কোনও বিনিয়োগকারী বা বিনিয়োগকারীদের রেটিং বা বিশ্বাসযোগ্যতা সঠিক না হলে, স্বাধীন এর জন্য দায়বদ্ধ থাকবে না । কোন ক্ষেত্রে স্বাধীন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ প্রদানের বিনিময়ে কোনও খেলাপির জন্য দায়বদ্ধ নয় এবং বিনিয়োগকারীদের খেলাপি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একচেটিয়া অধিকার থাকবে। স্বাধীন বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান এবং সহায়তা সরবরাহ করে। তবে, বিনিয়োগকারীরা স্বাধীনের বিরুদ্ধে কোনও দাবি করবেন না এবং বিনিয়োগকারীকে অর্থায়নের আগে বিনিয়োগকারীদের একটি স্বতন্ত্র কারণে গবেষণা পরিচালনা করবেন।
সেকশন ১৬-ট্রেডমার্ক
যদি আপনি জানতে পারেন যে এই ওয়েবসাইটের কোনও সদস্য ডিফল্ট বা জালিয়াতি করেছে বা তার আর্থিক অবস্থা সম্পর্কে ভুল ব্যাখ্যা করেছে আপনি স্বাধীনকে লিখিতভাবে জানাতে পারেন । এই জাতীয় তথ্য প্রাপ্তির পরে স্বাধীন আপনার তৃতীয় পক্ষের কাছে অভিযোগগুলি ব্যাখ্যা করার জন্য অনুরোধ করবে । স্বাধীন তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে যে এই জাতীয় ব্যক্তিকে ওয়েবসাইট ব্যবহার করা নিষিদ্ধ করা উচিত কিনা।
সেকশন ১৭- দুর্যোগ (ফরস মাজেউর)
যদি সেবা প্রদানে বিলম্ব বা ব্যর্থতা এমন কোনও কারণ থেকে হয় যা উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরে ,তবে কেউই দোষী বলে সাব্যস্ত হবে না । এই ধরনের দুর্যোগ (যার মধ্যে অন্তর্ভুক্ত, ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, আইন ও বিধিমালা অন্তর্ভুক্ত) এটি শেষ না হওয়া পর্যন্ত এই চুক্তির আওতাধীন বাধ্যবাধকতাগুলি স্থগিত করবে ।
সেকশন ১৮-সরকারী আইন

এই ওয়েবসাইট টি গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ এর আইন ও বিঁধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং আপনি সম্মতি প্রদান করছেন যে কোন অমীমাংসিত ব্যাপার নিষ্পত্তির জন্য বাংলাদেশ এর আইন ও কোর্ট এর একক কর্তৃত্ব থাকবে।