FAQ Investee (Bangla)
Home > FAQ Investee (Bangla)
যাদের ফান্ডিং প্রয়োজন এবং যারা ফান্ডিং প্রদানে ইচ্ছুক তাদের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম/অ্যাপ।
যে ব্যক্তি ফান্ডিং প্রদান করছেন।
যে ব্যক্তি ফান্ডিং এর জন্য অনুরোধ করছেন।
যাদের ফান্ডিং প্রয়োজন এবং যারা ফান্ডিং প্রদানে ইচ্ছুক স্বাধীন তাদের মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। ইনভেস্টরগণ ফান্ডিং পাওয়ার যোগ্য ইনভেস্টিদের ফান্ডিং করে থাকে, যার বিনিময়ে কমিউনিটির মাধ্যমে তারা তাদের ইনভেস্টের উপর নির্দিষ্ট পরিমাণ আয় করে।
একটি বাহ্যিক সংস্থার মাধ্যমে জিনি স্কোর হিসাব করা হয় (https://ginimachine.com) – জিনি মেশিন হচ্ছে ব্যক্তিদের জন্য ঝুঁকি রেটিংয়ের আন্তর্জাতিক সংস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যালগরিদম দ্বারা জিনি স্কোর প্রদান করে থাকে।
স্বাধীন অ্যাপ ব্যবহারকারী ইনভেস্টি এবং ইনভেস্টরগণ।
ইনভেস্টি যেই পরিমাণ ফান্ডিং এর জন্য অনুরোধ করে।
স্বাধীন কমিউনিটির সক্রিয় সদস্য হওয়ায় এবং ইনভেস্টিকে সহায়তার জন্য ইনভেস্টরকে প্রদানকৃত ইনভেস্টির ফি বা মাসিক সুবিধা। সকল ফি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত “স্বাধীনের ফি সমূহ কি কি?” অংশ পড়ুন।
হ্যাঁ, স্বাধীন অ্যাপ একটি “অ্যাপ ফি” নিয়ে থাকে। অ্যাপ চালাতে, গ্রাহক পরিষেবা এবং স্বাধীনের প্রদত্ত অন্যান্য পরিষেবাদি সরবরাহের জন্য স্বাধীন অ্যাপ দ্বারা সংগ্রহকৃত ফি। সকল ফি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত “স্বাধীনের ফি সমূহ কি কি?” অংশ পড়ুন।
ইনভেস্টি দ্বারা অর্থ প্রদানে বিলম্ব হওয়ার জন্য ফি। সকল ফি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিম্নলিখিত “স্বাধীনের ফি সমূহ কি কি?” অংশ পড়ুন।
পেমেন্ট গেটওয়ে ফিঃ
o অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত মাধ্যম ফি।
o সাধারণত, লেনদেন অর্থের ২.৫% ফি হয়ে থাকে।
o প্রতিটি লেনদেনের জন্যই এই ফি প্রযোজ্য
o এই ফি পেমেন্ট গেটওয়ে সুবিধা প্রদানকারী কোম্পানি “SSL Commerce” নিয়ে থাকে।
স্বাধীন অ্যাপ/প্ল্যাটফর্ম ফি (এককালীন):
o স্বাধীন দ্বারা ইনভেস্টিকে প্রদত্ত সকল সুযোগ-সুবিধার জন্য এককালীন ফি
o ফি এর হার এককালীন ৩%
o ইনভেস্টিকে ফান্ডিং দেওয়ার পূর্বে এই ফি কেটে নেওয়া হয়।
স্বাধীন কমিউনিটি ফিঃ
o স্বাধীন কমিউনিটির সক্রিয় সদস্য হওয়ায় এবং ইনভেস্টিকে সহায়তার জন্য ইনভেস্টরকে প্রদানকৃত ইনভেস্টির ফি বা মাসিক সুবিধা।
o কমিউনিটি ফি এর হার মাসিক ২.৫%
o ইনভেস্টিকে মোট ফান্ডিং এর পরিমাণের উপর প্রতিমাসে একটি নির্দিষ্ট কমিউনিটি ফি দিতে হবে। যেমনঃ ফান্ডিং এর পরিমাণ ২০,০০০ টাকা এবং সময়কাল ২ মাস হলে, ইনভেস্টিকে প্রতিমাসে ৫০০ টাকা করে কমিউনিটি ফি প্রদান করতে হবে।
বিলম্ব ফিঃ
o ইনভেস্টি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ই.এম.আই. প্রদান করতে ব্যর্থ হয়, তাকে একটি বিলম্ব ফি প্রদান করতে হবে।
o বিলম্ব ফির হার প্রতিমাসে আসল ই.এম.আই. (ইনভেস্টি যেই ই.এম.আই. টি প্রদানে ব্যর্থ হয়েছেন) এর পরিমাণের ২%.
*স্বাধীন যেকোন সময় ফি এর পরিমাণ পরিবর্তনের ক্ষমতা
আবেদনটি বিশ্লেষণের জন্য আমাদের অল্প কিছু সময় প্রয়োজন। সাধারণত, আবেদনটি অনুমোদনের এক সপ্তাহের মধ্যে ইনভেস্টি ফান্ডিং পাবেন।
ইনভেস্টিগণ যে কোন বাংলাদেশি ব্যাংক কার্ড (ভিসা, এমেক্স, মাস্টার কার্ড ইত্যাদি)) অথবা মোবাইল ওয়ালেট (বিকাশ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে ফান্ডিং পরিশোধ করবে। এই পেমেন্টগুলো অবশ্যই স্বাধীন অ্যাপ থেকে পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আপনার প্রদানকৃত তথ্যের ভিত্তিতে আপনার জিনি স্কোর গণনা করা হয়।
মাসিক পেমেন্টগুলোকে ই.এম.আই. হিসাবে গণ্য করা হয়। ই.এম.আই. হিসাব করা হয় নিচের সমীকরণ অনুসারেঃ
ই.এম.আই = (ফান্ডিং অর্থ + অন্যান্য ফি )/(ফান্ডিং এর সময়কাল (মাস) )
প্রত্যেক ইনভেস্টিকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
• ১৮ বছর বা তার অধিক বয়সের বাংলাদেশী নাগরিক হতে হবে যার বৈধ ব্যাংক একাউন্ট এবং জাতীয় পরিচয়পত্র রয়েছে।
• ইনভেস্টিকে রেজিস্ট্রেশনের আগে স্বাধীনের প্রাইভেসি পলেসি এবং বিধিমালা ও শর্তাবলী পড়তে এবং বুঝতে হবে।
• ইনভেস্টিগণ কোন ব্যক্তি / প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্ম থেকে ফান্ডিং গ্রহণ করতে পারবে না।
• ইনভেস্টিগণ কোন ফৌজদারি বা অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য ফান্ডিং এর অর্থ ব্যবহার করতে পারবে না।
• ইনভেস্টিগণ নিশ্চিত করেন যে তারা কোন তথ্য ভুলভাবে উপস্থাপন করেনি বা অস্বচ্ছ বা জাল ডকুমেন্ট সরবরাহ করেন নি।
• বৈধ চুক্তিপত্রে উল্লেখিত সকল শর্তাবলী মেনে ইনভেস্টিগণকে ইনভেস্টরের সাথে অবশ্যই একটি চুক্তি স্বাক্ষর করতে হবে।
• ইনভেস্টিগণকে সচেতন করা হয় যে তাদের প্রদত্ত তথ্যসমূহ স্বাধীন ইনভেস্টরগণ দেখতে পারবে।
• ইনভেস্টিগণকে সচেতন করা হয় যে যদি কোন তথ্যের (ঠিকানাসহ) পরিবর্তন করতে হয় তবে তা তিন কার্যদিবসের মধ্যে আমাদের কল সেন্টার অথবা অ্যাপের মাধ্যমে জানাতে হবে।
আপনার ব্যক্তিগত এবং আর্থিক তথ্যাবলি যাচাই করার জন্য স্বাধীন আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত পদ্ধতি অনুসরণ করে থাকে। আমাদের অভিজ্ঞ টিম দ্বারা ইনভেস্টির আর্থিক সক্ষমতা এবং ডকুমেন্টের বৈধতা যাচাই করা হয়ে থাকে। পরিশেষে, আমরা ইনভেস্টিদের উদ্দেশ্য, আর্থিক স্থিতিশীলতা এবং সক্ষমতা যাচাই করে থাকি।
না, কোন গোপনীয় ফি নেই। আমরা এমন একটি পদ্ধতি তৈরি করেছি যা আমাদের সম্মানিত গ্রাহকের কাছে খুবই স্বচ্ছ। সকল ফি সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপরে বর্ণিত “স্বাধীনের ফি সমূহ কি কি?” অংশ পড়ুন।
সাধারণত আর্থিক সহয়তা পাওয়ার প্রক্রিয়াটি খুবই জটিল, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। যেসকল বাংলাদেশী আর্থিকভাবে সক্ষম তাদের থেকে ফান্ডিং পাওয়ার একটি সহজ এবং কার্যকর উপায় হল স্বাধীন।
স্বাধীন ইনভেস্টিদের খুবই সামান্য এবং নির্দিষ্ট কমিউনিটি ফি এর বিনিময়ে ফান্ডিং প্রদান করে থাকে যা অন্যান্য গতানুগতিক ফান্ডিং সেবা থেকে সহজলভ্য। তাছাড়া স্বাধীন প্রদান করছে কোন গোপনীয় ফি বিহীন একটি সহজ অনলাইন আবেদন পদ্ধতি এবং উওম গ্রাহক সেবা।
প্রথম ধাপ হচ্ছে অ্যাপের মাধ্যমে একটি একাউন্ট খোলা। অ্যাপে প্রদত্ত সাইন-আপ বাটনে ক্লিক করুন এবং প্রদত্ত নির্দেশাবলি অনুসরণ করে সহজেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। আপনি প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সাধারণ এবং পেশাগত তথ্য পূরণ করার পর ফান্ডিং এর জন্য আবেদন করতে পারবেন। তারপর স্বাধীন আপনার আবেদনটি যাচাই করবে। আবেদনটি অনুমদিত হলে আবেদনটি স্বাধীন মার্কেটপ্লেসে দেওয়া হবে যাতে ইনভেস্টরগণ আপনাকে ফান্ডিং করতে পারে।
ফান্ডিং এর পরিমাণ আপনার আর্থিক যোগ্যতা এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। সাধারণত, স্বাধীন ইনভেস্টরগণ থেকে আপনি সর্বনিম্ন ১০,০০০৳ এবং সর্বোচ্চ ১০০,০০০৳ পর্যন্ত ফান্ডিং পেতে পারেন।
ফান্ডিং এর সময়কাল সর্বনিম্ন ১মাস এবং সর্বোচ্চ ৬মাস।
আপনি চাইলে ই.এম.আই. অগ্রীম পরিশোধ করতে পারবেন। কিন্তু অগ্রীম পরিশোধে কোন সুবিধা পাবেন না এবং ই.এম.আই. এর সাথে কমিনিউটি ফি প্রদানে বাধ্য থাকবেন।
কমিউনিটি ফি এর হার মাসিক ২.৫%
স্বাধীন সাধারণত নিম্নলিখিত কারণসমূহের জন্য আবেদন বাতিল করে থাকতে পারেঃ
ক) ইনভেস্টি যদি সকল প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে ব্যর্থ হয় অথবা তার প্রদানকৃত ডকুমেন্ট ভুয়া হয়।
খ) ইনভেস্টির ডকুমেন্টসমূহ, তথ্যাদি এবং আর্থিক অবস্থান যাচাই করার পর ইনভেস্টি ফান্ডিং পাওয়ার অযোগ্য হলে। ইনভেস্টির আর্থিক সক্ষমতা ও ফান্ডিং গ্রহণের উদ্দেশ্য এবং ফান্ডির এর অর্থ ফেরত দেওয়ার যোগ্যতা জানার জন্য স্বাধীন বিভিন্ন তথ্য ও ডকুমেন্ট যাচাই করে থাকে। এসব তথ্য বা ডকুমেন্টে কোন কমতি থাকলে ইনভেস্টির আবেদনটি বাতিল করা হবে।
গ) ইনভেস্টি প্রদত্ত ঠিকানাসমূহ (আবাসিক এবং অফিস) ভুয়া হলে।
ঘ) ইনভেস্টি স্বাধীনের বিধিমালা ও শর্তাবলী অনুসরনে ব্যর্থ হলে।
ঙ) ফান্ডিং আবেদনের যে কোন পর্যায়ে স্বাধীন কাছে যদি প্রমাণিত হয় যে, ইনভেস্টি স্বাধীন প্ল্যাটফর্ম বা এর সাথে জড়িত ব্যক্তিদের ক্ষতি সাধনের জন্য ইচ্ছাকৃতভাবে কোন প্রকার ভুল তথ্য প্রদান করেছেন।
ইনভেস্টিকে যাচাই করার জন্য স্বাধীনের কিছু ডকুমেন্ট প্রয়োজন। সকল ডকুমেন্টসমূহ অবশ্যই অ্যাপের মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নলিখিত ডকুমেন্টসমূহ আবেদনের সাথে প্রদান করা বাধ্যতামূলক।
• নিজস্ব ছবি
• জাতীয় পরিচয়পত্র
• সেলারি অথবা ব্যবসায়িক সার্টিফিকেট
• ইউটিলিটি বিল
• ব্যাংক স্টেটমেন্টের প্রথম ও শেষ পাতা
এছাড়াও স্বাধীন অন্যান্য ডকুমেন্টের জন্য অনুরোধ করতে পারে।
ইনভেস্টির ফান্ডিং পাওয়ার যোগ্যতা এবং আর্থিক সক্ষমতা যাচাই করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান বাধ্যতামূলক।
স্বাধীন আপনাকে কোন ক্রেডিট স্কোর প্রদান করবে না।
আমার কোন তথ্যসমূহ অন্যরা দেখতে পারবে?
আপনার আবেদনটি অনুমদিত হওয়ার পর স্বাধীনে নিবন্ধিত সকল ইনভেস্টরগণ আপনার প্রোফাইলটি মার্কেটপ্লেসে দেখতে পারবে। আপনার পুরো নাম, ফান্ডিং এর সম্পূর্ণ তথ্য (কারণ, পরিমাণ এবং সময়কাল), জিনি স্কোর ইত্যাদি তথ্যাদি ইনভেস্টরগণ দেখতে পারবেন। নিবন্ধিত ইনভেস্টরগণ ব্যতীত অন্য সাধারণ ব্যবহারকারীগণ আপনার তথ্য দেখতে পারবে না। বিস্তারিত তথ্যের জন্য স্বাধীন প্রাইভেসি পলেসি দেখুন।
কোন প্রকার হয়রানি রোধে ইনভেস্টিদের ঠিকানা এবং ফোন নম্বর গোপন রাখা হয়। বিস্তারিত তথ্যের জন্য স্বাধীন প্রাইভেসি পলেসি দেখুন।
আপনি অ্যাপের মাধ্যমে আপনার ব্যাংকের তথ্যাদি পরিবর্তন করতে পারবেন।
না, আপনি শুধুমাত্র ইনভেস্টি অথবা ইনভেস্টর হতে পারবেন।
আপনি অ্যাপের মাধ্যমে আপনার ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন না। ফোন নম্বর পরিবর্তনের জন্য আপনাকে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে।